রাজশাহীতে ড্রেন থেকে কাটা পা উদ্ধার

0
165
Print Friendly, PDF & Email

রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে কাটা পা উদ্ধার করেছে রাজপাড়া থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর এলাকার ঝাউতলা থেকে কাটা পা উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর ঝাউতলা মোড় এলাকার মুক্তিযোদ্ধা চেতনা পরিষদ ও ঝাউতলা শাহী মসজিদের মাঝামাঝি রাস্তা সংলগ্ন ড্রেনে কাটা পা- টি পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে ড্রেন থেকে সেটি উদ্ধার করে। হাঁটু থেকে কাটা পায়ে ব্যান্ডেজ অবস্থায় ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তবে কাটা এ পা দেখে সন্দেহ প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, কাটা এ পা তিন-চারদিন আগের। তাছাড়া আশপাশে কোনো ক্লিনিক নেই।  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গেও এ ড্রেনের কোনো সংযোগ নাই। তাই কাটা পা দেখে সংশয় প্রকাশ করেন তারা।

এ ঘটনায় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কাটা পা দেখে মনে হচ্ছে কোনো ক্লিনিকের অপারশেন করা পা। কেটে তারা ড্রেনে ফেলে দিয়েছে। তবে অনুসন্ধানের পর জানা যাবে এটা কার পা, কোথা থেকে এসেছে।

শেয়ার করুন