পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

0
390
Print Friendly, PDF & Email

পাবনার চাটমোহর উপজেলায়  স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সম্পাদক ফারুক হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন নেংড়ী গ্রামের খলিল মাস্টারের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহত ফারুক রাতে নিজ ঘরে জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় এসে জানালা দিয়ে গুলি করে সটকে পড়ে। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তবে স্থানীয়রা দাবি করছে, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন নকশাল সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
এদিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ ব্যাপারে দুইজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিতভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

শেয়ার করুন