হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার দিবাগত রাত তিনটার দিকে পাঁচ কেজি ৫৯২ গ্রাম সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ বিমানবন্দর সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। যৌথ অভিযান চালিয়ে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে মোট ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগের দাবি অনুযায়ী, এসব সোনার মূল্য আড়াই কোটি টাকা।
এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোনাগুলো দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি কার্গোহোলের ভেতরে কালো কাপড়ে মোড়া ছিল। মোট ৪৮টি বার উদ্ধার হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।’