নওগাঁয় ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা

0
232
Print Friendly, PDF & Email

নওগাঁর মহাদেবপুরে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর আজ বুধবার সকাল ১০টার দিকে মহাদেবপুর-মাতাজীহাট সড়কের ঝলঝলি মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুহুল আমিন রনি (২৮)। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে।

নিহত রনির পিতা আব্দুল কুদ্দুস সরদার জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার সাথে কথা হয় মহাদেবপুর বাজার থেকে এক দম্পতি রনির ইজিবাইক ভাড়া করে মাতাজীহাট নামক স্থানে যাবে। কিন্তু অনেক রাত হলেও রনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, সকাল ১০টার দিকে উপজেলার ঝলঝলি মাঠে নিহত রনির লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

শেয়ার করুন