খুলনাযশোর অভয়নগর থানার ওসি ক্লোজড June 4, 2014 0 572 ফেইসবুকে শেয়ার করুন টুইটারে টুইট করুন যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর পুলিশ লাইনে তাকে ন্যস্ত করা হয়েছে। জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রশাসনিক কারণে মোল্লা খবির উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।