গাংনিতে অস্ত্রসহ চরমপন্থি নেতা গ্রেফতার

0
457
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের চাঞ্চল্যকর লাভলু হত্যা মামলার আসামি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পাঞ্চাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হারান আলীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জোড়পুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে একটি শাটারগান ও এক রাউন্ড কাতুর্জসহ তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, হারানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বোমাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে চরমপন্থি বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে হারান। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন