ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল

0
141
Print Friendly, PDF & Email

ইউসিবও, লু্ইস ফিগের মতো গ্রেট ফুটবল জন্ম দিলেও বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেল পর্তুগালের। তারপরও স্বপ্ন দেখছে পর্তুগিজরা। তারা তাকিয়ে আছে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। কিন্তু একা রোনালদো দলকে কতদূর নিয়ে যেতে পারবে সেটাই প্রশ্ন?

একসময় ম্যারাডোনা মানেই আর্জেন্টিনার জয় এমনটা দেখেছে বিশ্ববাসী। কিন্তু সেটা সবসময় সবক্ষেত্রে একেবারেই সম্ভব হতে পারে না। তাছাড়া বিশ্বকাপ জেতার মতো এক ঝাক তারকা খেলোয়াড় নেই কোচ পাওলো বেন্তোর হাতে। রোনালদোর ওপর ভরসা করেই তাকে এগোতে হবে। যেমনটি ঘটেছে বিশ্বকাপের বাছাই পর্বে। সুইডেনের বিপক্ষে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছিল পর্তুগাল।

গত ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদো কারিশমাতেই শেষ চারে উঠেছিল পর্তুগাল। কিন্তু ফায়নাল খেলার স্বপ্ন পূরণ হয়নি টাইব্রেকারের কারণে।বিশ্বকাপে পর্তুগাল অতীতে একবারও ফায়নালে উঠতে পারেনি। সেমিফাইনাল খেলেছে দু’বার। ২০০৬ সালে ফিগোর কল্যাণে শেষ চার উঠেছিল তারা।

গতবার তো দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়ে দেশে ফিরতে হয়েছিল রোনালদোদের। কিন্তু তবু জেতার প্রত্যয় নিয়েই ব্রাজিল বিশ্বকাপে অনেকদূর যেতে চান কোচ পাওলা বেন্তো। এখন দেখার পালা জোয়াও মউতিনহো, নানি, পেপেকে নিয়ে পর্তুগিজদের স্বপ্ন পূরণ করতে ক্রিশ্চিয়ানো রোনালদো কতদূর নিয়ে যায় দলকে?

শেয়ার করুন