জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলায় আজ বুধবার সকালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, আজ সকাল আটটা ৪০ মিনিটের দিকে জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলার একটি কক্ষের সোফায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার পরপরই মোহাম্মদপুর স্টেশনের দুটি ও তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমরা দ্রুতই আগুন নেভাতে সক্ষম হই।’
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানতে পারেননি মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে যাচ্ছেন তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাঁর।