বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলগতভাবে জোটের অবস্থান ও আগামী দিনের আন্দোলন কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।