ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ডিজিটালাইজড করা হচ্ছে

0
183
Print Friendly, PDF & Email

ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ডিজিটালাইজড করার চিন্তা-ভাবনা করছে সরকার। পর্যায়ক্রমে দেশের প্রায় সব জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রকে এর আওতায় আনার পরিকল্পনা করছে শিক্ষামন্ত্রণালয়। এ পদ্ধতি অবলম্বনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অনেকাংশে কমে আসবে বলেও মনে করছে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই সঙ্গে ডিজিটাল এই পদ্ধতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র তৈরি ও পরিবেশনে সরকারের প্রায় সব ইন্টেলিজেন্ট বাহিনীর অভিজ্ঞ সদস্যদের কাজে লাগাবে শিক্ষামন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সোহবার হোসাইন শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রমেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা বৃদ্ধি পায়। যা এখনো অব্যাহত রয়েছে। এতে সরকারও বিব্রত। এ থেকে উত্তরণের জন্য শিক্ষামন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নপত্র ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহণ করেছে।

মো. সোহবার হোসাইন জানান, ফাঁস ঠেকাতে ডিজিটাল পদ্ধতি চালু হলে পরীক্ষার এক ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে ই-মেইলে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রতি কেন্দ্রে ইন্টারনেট সংযোগসহ এক বা একাধিক কম্পিউটার ও প্রিন্টার থাকবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রে মন্ত্রণালয় থেকে ই-মেইলযোগে প্রশ্ন পাঠানো হবে। পরে কেন্দ্রে থাকা কম্পিউটার থেকে প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের দেওয়া হবে।

এতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা কমে আসবে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে এ পদ্ধতি বাস্তবায়ন করতে যথেষ্ট পরিমাণে লোকবল দরকার হবে। সে কারণে সারা দেশে এক সঙ্গে না পারলেও পর্যায়ক্রমে এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। আর সারা দেশে পরীক্ষা গ্রহণে প্রশ্নপত্র পরিবেশনের এ ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন বাহিনীর সহায়তা নেবে শিক্ষামন্ত্রণালয়।

বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস বা বিজি প্রেসে প্রশ্ন ছাপানো থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পোঁছানো পর্যন্ত সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা। পথিমধ্যে প্রশ্নপত্র কোনোভাবে যাতে ফাঁস হতে না পারে সে জন্য এখন থেকে বিশেষ কৌশল অবলম্বন করা হবে।

উল্লেখ, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষাতেও (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের একটি গ্রুপ দেশের বিভিন্ন স্থানে একযোগে কাজ করছেন বলেও অভিযোগ ওঠেছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনেকটা বেকায়দায় পড়েছে। সে কারণে ফাঁস ঠেকাতেই সরকার এ পদ্ধতির দিকে এগোচ্ছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

শেয়ার করুন