বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলা। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইভার ব্যানেগা। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বাদ পড়াটা দারুণ হতাশাজনক আর্জেন্টাইন সমর্থকদের জন্য। কারণ ল্যাতিন আমেরিকায় নিয়মিত খেলা এই ফুটবলার অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। বিশ্বকাপ যেহেতু ব্রাজিলে অনুষ্ঠিত হবে, সেহেতু ব্রাজিলের চেনা কন্ডিশনে ব্যানেগার উপর বাড়তি ভরসা রাখার সুযোগ পেতেন সমর্থকরা।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করবে আর্জেন্টিনা। দলের সেরা পাঁচ তারকা লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, জাভিয়ের মাশ্চেরানো এবং পাবলো জাবালেতার কারণে এবার আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগাস্টিন ওরিয়ন।
রক্ষণভাগ: পাবলো জাবালেতা, ফেব্রিকো ফার্নান্দেজ, ইজিকুয়েল গ্যারে, মার্কোস রজো, হুগো ক্যাম্পানারো, মার্টিন ডেমিচেলিস, জোসে বাসান্তা।
মধ্যমাঠ: জাভিয়ের মাশ্চেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, রিচার্ড অ্যালভারেজ, অগাস্টো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগুয়েজ, এঞ্জো প্যারেস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও, ইজিকুয়েল লাভেজ্জি