কিংস ইলাভেন পাঞ্জাবের ম্যাচে প্রীতি জিনতার বাধভাঙা উচ্ছ্বাস এবারের আইপিএলের চিরচেনা এক দৃশ্যে পরিণত হয়েছিল। সেই তুলনায় কিছুটা পিছিয়ে ছিলেন রাজস্থান রয়্যালসের মালিক শিল্পা শেঠি ও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। তবে ভিন্ন ধারার বিজ্ঞাপনে আর সবাইকে পেছনে ফেলেছেন কিং খান ও তার মেয়ে সুহানা খান। আসুন সেই অভিনবত্ব বিষয়ে একটু জেনে নেই-
সোনার পরশ: নাইটদের খেলা দেখতে আসছিলেন সাদা টি-শার্টে। তাহলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ট্রেডমার্ক ‘সোনালী’ রঙ কোথায় থাকবে? কিং খানের চুলে সোনালী রঙের ছোঁয়া সেই ধাঁধার সমাধান টানলো।
পার্পল ম্যাচ: শাহরুখ খানের সাদা টি-শার্টে নাইটদের সবচেয়ে বড় প্রতীক ‘বেগুনি রঙ’-ই নেই। তাহলে কী হবে? টি-শার্টের হুডে তাই বসিয়ে নিলেন ‘পার্পল’ কালার।
হৃদয়ের মাঝে কেকেআর: বাকি ছিল শুধু কলকাতা নাইট রাইডার্সের লোগো জায়গা করানো। সেটাকে বসিয়ে নিলেন টি-শার্টের বা দিকে। নিজের হৃদপৃন্ডের ওপরে। কারণ শাহরুখের হৃদয়ের মাঝেই যে কলকাতা।
পিছিয়ে নেই শাহরুখ কন্যা সুহানাও: বাবার উদযাপনে মেয়ে সুহানাও সঙ্গী। লক্ষনীয় তার নাইটপ্রীতিও। সেজন্য তার অভিবন ‘পার্পল’ রঙ্গে নেইলপালিশ দারুণ আলোড়িত।
এক ব্যাগ প্রার্থনা: মাঠের লড়াইয়ে মনিষ পাণ্ডে যদি সেরা হন, তাহলে গ্যালারির পুরস্কারের জন্য বাবাকেও বেশ লড়াইয়ে ফেলবেন সুহানা। শুধু নখেই নয়, ব্যাগেও ছিল নাইট রাইডার্সের রঙের ছোঁয়া। তাছাড়া তার হাতেও ছিল একটি পার্পল ব্যান্ড।