খুলনাঝিনাইদহ ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত June 3, 2014 0 337 ফেইসবুকে শেয়ার করুন টুইটারে টুইট করুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন হোসেন (৩০)। তিনি উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।