যারা একাধিক ভাষায় কথা বলেন, তাদের সামাজিক ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি তাদের মস্তিষ্ক তুলনামূলক সতেজ থাকে বলে এক গবেষণায় বলা হয়েছে। এমনকি বুড়ো বয়সেও তারা এই সুবিধাটি পেয়ে থাকেন।
এডিনবরো বিশ্ববিদ্যালয়ের টমাস ব্যাক বলেন, দ্বিতীয় ভাষা শেখার ফলে চিন্তাশক্তি বাড়ে এবং বুড়ো বয়সে স্মৃতিভ্রষ্ট সমস্যা বিলম্বিত হয়।
গবেষকেরা স্কটল্যান্ডের প্রায় ২৬২ জনের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা দেখতে পেয়েছেন, যারা একাধিক ভাষায় কথা বলেন, তাদের বোধশক্তি, বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে।
সমীক্ষাটি অ্যানালস অব নিউরোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।