নওগাঁর ধামইরহাটে চাতালে ঢুকে দুই লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা৷ সোমবার রাত ৩টার দিকে উপজেলা পৌর সদরের আমাইতাড়া মোড়ের ফার্সিপাড়া রোডে এ ঘটনা ঘটে৷
চাতাল শ্রমিক বেলাল জানান, সোমবার রাত ৩টার দিকে চাতালের বেড়া কেটে ১০/১৫জনের ডাকাত দল চাতালের ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বেঁধে ফেলে৷ পরে জানালার রড কেটে চাতালের ম্যানেজার শফিউল ইসলামের ঘরে ঢুকে তার হাত-পা বেধে সিন্ধুকে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে৷ এছাড়া ডাকাতরা ঘরের আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে৷ এ সময় তারা চিত্কার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়৷ বিতরনী ট্রেডার্সের মালিক আবু হেনা নূর মোহাম্মদ মুসা জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে ফোনে খবর দিলেও তারা এক ঘন্টা পর ঘটনাস্থলে পেঁৗছায়৷ থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটু দূরে দায়িত্ব পালন করছিল৷ এজন্য আসতে একটু দেরি হতেই পারে৷ এটি ডাকাতি নয় চুরির ঘটনা৷ এখনও মামলা হয়নি৷ মামলার প্রস্তুতি চলছে৷
উল্লেখ্য, কিছুদিন পূর্বে একই জায়গার চাতাল ব্যবসায়ী নুরুল ইসলামের চাতালে, কয়েক মাস পূর্বে চকতিলন গ্রামে বারী মন্ডলের বাড়ীতে, মঙ্গলবাড়ী গ্রামীন ব্যাংকের ম্যানেজারের বাড়ীতে, ২০১২সালের ১৮ ডিসেম্বর থানা থেকে ১০০ গজ দূরে বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান জিন্নাহর বাড়ীতেও দূর্ধর্ষ ডাকাতি চালিয়ে ৪০ ভরি স্বর্ণ ও নগত টাকা লুট করে৷