নওগাঁয় পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
238
Print Friendly, PDF & Email

আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সন্তান, তারুণ্যের তিন অঙ্গিকার এই প্রতিপাদ্য বিষয়ে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য সম্পর্কিত সপ্তাহ ব্যাপী প্রচার উপলক্ষ্যে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক র্যালীটির উদ্বোধন করেন৷
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মসূচীর আয়োজন করে৷ পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড.কুস্তরি আমিনা কুইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এনামুল হক৷ অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. কামরুল আহসান টিপু, ডা: রেজাউর রহমান খাঁন, ডা: মাহফুজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার জহুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন৷ বক্তারা একটি সুখি সুন্দর ছোট পরিবার গড়ে তুলতে পরিবার পরিকল্পনার আধুনকি পদ্ধতির ব্যবহার করা উচিত বলে জানান৷ র্যালীতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন৷

শেয়ার করুন