নওগাঁর রাণীনগরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

0
259
Print Friendly, PDF & Email

নওগাঁর রাণীনগরের বাহাদুরপুর গ্রামে বিয়ের প্রলোভনে শারমিন আকতার নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ধর্ষণের অভিযোগে রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর গ্রামের ভ্যান চালক সাহাদত ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আকতার (১৮) এর সাথে একই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে আজিজুল হাকিম (২২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ প্রেমের সম্পর্কের জের ধরে প্রায়ই বিয়ের প্রলোভন দিয়ে আজিজুল হাকিম মেয়েটিকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করত৷ এতে ওই মেয়েটি তিন মাসের অনত্মঃসত্বা হয়ে পড়লে আজিজুল হাকিম বিভিন্ন প্রলোভন দিয়ে তার গর্ভের সনত্মান নষ্ট করে৷ ঘটনাটি এলাকায় জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের প্রসত্মাব দেয়৷ বিয়ের প্রসত্মাব আজিজুল হাকিম ও তার পরিবারের সদস্যরা প্রত্যাখান করলে নিরুপায় হয়ে মেয়েটি নিজেই বাদি হয়ে রোববার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ এ ব্যাপারে আজিজুল হাকিমের পিতা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে মোবাইলে জানান, বিষয়টি স্থানীয়ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে৷
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে৷ তদনত্ম সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

শেয়ার করুন