সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই তার নাম শুনলে আওয়ামী লীগের যন্ত্রণা শুরু হয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে জিয়াউর রহমানের বিকল্প ছিল না। তাই অনেক দেশেই তাকে সহ্য করতে পারেনি। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে।
তিনি আরো বলেন, দেশে আজ সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এ সময় তিনি ভারতের অপ-সংস্কৃতি রোধে জাসাসের নেতা-কর্মীকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় জাসাসের সভাপতি এমএ মালেক, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজামান দুদুসহ সংস্থার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।