সিংহাসন ছাড়ছেন স্পেনের রাজা কার্লোস

0
135
Print Friendly, PDF & Email

দীর্ঘ ৪০ বছর ধরে স্পেনের রাজসিংহাসনের দায়িত্বে আছেন রাজা হুয়ান কার্লোস। বয়স হয়েছে। এখন হয়তো তার ক্লান্তিভাব চলে এসেছে। এছাড়া তার জনপ্রিয়তায় বিভিন্ন কারণে ভাটা পড়েছে। তাই সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজকুমার ফেলিপ। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় আজ আকস্মিক এক ঘোষণায় এই খবর জানান।

প্রধানমন্ত্রী রাজোয় বলেন, “মাননীয় রাজা হুয়ান কার্লোস সিংহাসন ছেড়ে দেয়ার ইচ্ছা সদ্যই আমাকে জানিয়েছেন। আমি [রাজা] উপলব্ধি করেছি পরিবর্তনের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।”

৭৬ বছর বয়সী রাজা কার্লোস একদা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭০ এর দশকে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র অবসানের পর তিনি স্পেনকে সহজ প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।

তবে সাম্প্রতিক সময়ে দুর্নীতির কেলেঙ্কারি ও ভুল পদক্ষেপ গ্রহণের কারণে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। কার্লোসের মেয়ে রাজকুমারী ক্রিস্টিনা ও তার স্বামী ইনাকি উরাঙগারিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও চলছে।

রাজা কার্লোসের দেহে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে। আর এসব কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে।  তাই ব্যক্তিগত কারণে সিংহাসন ছেড়ে দিচ্ছেন বলে রাজোয় জানিয়েছেন।

শেয়ার করুন