নতুন দুইটি উপজেলা এবং দুইটি পৌরসভার প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
জিয়াউল হক জানান, খাগড়াছড়ির গুইমারা থানা ও সিলেটের ওসমানীনগর থানাকে উপজেলায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে পৌরসভা স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।