মঙ্গলবার থেকে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এটি বর্তমান সরকারের প্রথম ও বাংলাদেশের ৪৪তম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫ জুন বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, এবারও অর্থমন্ত্রী প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন। জাতীয় সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এমপিদের ল্যাপটপ দেয়া হয়েছে। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে। মঙ্গলবার বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত একটি মাত্র বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে।