জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেখে খুব দুঃখ হয়। আমাদের দেশের শীর্ষ নেতারা ফরমালিন নিয়ে কৌতুক করেন। ফরমালিনকে আমরা আলিঙ্গন করছি। যে ফরমালিন ১৬ কোটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই ফরমালিন নিয়ে কৌতুক চলছে। লজ্জা করে না তাদের।’
তিনি আরো বলেন, ‘আমি ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ করবো।’
সোমবার দুপুরে বনানীর পার্টি কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমরা আজ কোন সভ্যতায় বাস করছি। ঘর থেকে ভয়ে বের হওয়া যায় না। আমাদের জীবনের নিরাপত্তা নাই। আমরা কেউ সুখে নাই। সমাজের কেউ সুখে নাই। এটা কী কোনো সভ্য সমাজ? সভ্যতা আজ বিলীন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘সন্ত্রাস ও মৃত্যুর মিছিল বন্ধের জন্য বাজেটের প্রয়োজন নাই। প্রয়োজন সদিচ্ছার।’
আয়োজক সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, বাহাউদ্দিন প্রমুখ।