একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মামলার রায় যেকোনো দিন।
সোমবার মামলার বিচারিক কার্যক্রম শেষ হলে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ মার্চ মোবারকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ওই দিনই জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন মোবারক হোসেন। তার বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন ও অপহরণের ৫টি অভিযোগ এনে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।