আজ জকিগঞ্জে ছাত্রলীগের অর্ধদিবস হরতাল

0
132
Print Friendly, PDF & Email

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আজ সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে সরকার দলীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের দুজন নেতার জামিন না মঞ্জুর হওয়ায় তাদের মুক্তির দাবিতে ‌এ হরতাল আহ্বান করে স্থানীয় ছাত্রলীগ।

অর্ধদিবস হরতালের সমর্থনে গতকাল রবিবার বিকেলে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

জকিগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসে দ‍ু’পক্ষের সংঘর্ষের মামলায় রবিবার জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদসহ ১২ নেতা-কর্মী।

শুনানিকালে আদালতের বিচারক ১২ জন নেতা-কর্মীর মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন এবং ফারুক আহমদ নামে একজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ সময় জামিনপ্রাপ্ত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আদালতের কাঠগড়ায় প্রতিবাদ করেন। এ কারণে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন