নওগাঁয় ভুয়া ডাক্তার গ্রেফতার৷ ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা

0
195
Print Friendly, PDF & Email

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল থেকে আকতার হোসেন জীবন (৩৮) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসান এ রায় দেন৷ একই সাথে আশ্রয় দাতার অপরাধে ওই হসপিটালের স্বত্বাধিকারী ডা. ঈসকেন্দার হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ আকতার হোসেন সিরাজগঞ্জের সদরের উলস্ন্লাপাড়া উপজেলা সদরের চাঁদ আলীর ছেলে৷
নওগাঁ সদর থানার ওসি জাকিরম্নল ইসলাম জানান, শুক্রবার বিকালে একটি অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসানের নেতৃত্বে প্রাইম ল্যাবে এক অভিযান চালানো হয়৷ এসময় আকতার হোসেনের শিৰাগত ও পেশাগত যোগ্যতা যাচাই বাচাই করা হলে তিনি ভূয়া চিকিত্‍সক হিসাবে প্রমাণিত হন৷ সঠিক কোন সনদপত্র না থাকায় তাকে ওই হসপিটাল থেকে আটক করা হয়৷ পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে আদালাতের বিচারক আটককৃত আকতার হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন৷
তিনি আরও জানান, আকতার হোসেন ৬ বছর থেকে নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও একটি মেডিকেল কলেজের প্রফেসর হিসাবে পরিচয় দিয়ে প্রাইম ল্যাবসহ জেলার বিভিন্ন ক্লিনিকে ভূয়া কাজগপত্র দিয়ে অবৈধ ভাবে চিকিত্‍সার নামে প্রতরণা করে আসছিলেন৷
এদিকে ল্যাবে ভুয়া চিকিত্‍সককে সাইনবোর্ড ব্যবহার করতে দেওয়া ও প্রতরণায় সহযোগিতা করার অপরাধে ল্যাবের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷

শেয়ার করুন