‘সারা দেশের আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চালানো হবে’

0
204
Print Friendly, PDF & Email

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ থেকে ফেনী—সারা দেশের আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চালানো হবে। দল থেকে ‘আগাছা-পরগাছা-হাইব্রিড-ফরমালিন দেওয়া’ নেতাদের সমূলে উৎপাটন করা হবে।

আজ দুপুরে ভোলার লালমোহনের মধ্য বাজারের লাঙ্গলখালী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলে বসে মাস্তানি-খুনোখুনি করা চলবে না। নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে যে দোষী হবে তাকেই শাস্তি পেতে হবে বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন হতাশায় ভুগছে। নেতারা নির্বাচনে না গিয়ে ভুল করেছেন, আর কর্মীদের মাথায় হাত অবস্থা।

স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। এই জনগণ ফুলের মালাও দিতে পারে, জুতার মালাও দিতে পারে। সাধারণ জনগণ মোটা চাল, মোটা কাপড় আর শান্তির ঘুম চায়, তা থেকে বঞ্চিত করা যাবে না।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল আলম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) সাংসদ নুরন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহাম্মদ, লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন