প্রধানমন্ত্রীর বক্তব্য স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী : ফখরুল

0
136
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান শাসনামলকে ‘ফরমালিনের যুগ’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নয়, আওয়ামী লীগ পুরো সমাজে ফর্মালিন প্রয়োগ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যারা ১৯৭৫ সালে মাত্র ১১ মিনিটে বিল পাস করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সব পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিল। আজও আওয়ামী লীগ তাই করেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বন্দুকের জোরে মতায় আছে।
বিএনপিকে ফর্মালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে’ গণভবনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে আজ রোববার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমানে রাজনীতি, অর্থনীতি ও সমাজে ফরমালিনের প্রয়োগ আওয়ামীলীগ খুব দক্ষভাবে করছে মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার থাকে না। রাজনৈতিক প্রতিপক্ষকে অরাজনৈতিক ভাষায় অবলীলায় আক্রমণে তিনি দ্বিধা করেন না। ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী চেহারা প্রকটভাবে ফুটে উঠেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি বিচারকদের হুমকি দিতেও ছাড়েননি। প্রত্যক্ষ ও পরোভাবে তিনি বিচারকদের হুমকি দিয়েছেন।
জামায়াতে ইসলামীর বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য আরও পর্যবেক্ষণ করতে হবে।তবে আওয়ামী লীগ তাদের আগের অবস্থানে আছে কি না তা নিয়ে আওয়ামী লীগের লোকজনের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর বিএনপিকে অবৈধ বলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিধিবিধানে বিএনপির জন্ম হয়েছে, ’৭৫-পরবর্তী সেই বিধিবিধানেই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। তাই বিএনপিকে অবৈধ বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের জন্মের বিষয়টিও দেখতে হবে।
শেখ হাসিনা প্রচণ্ড অহংকার নিয়ে সরকার পরিচালনা করছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন আই ডোন্ট কেয়ার। এর মাধ্যমে প্রমাণ হলো, তিনি জনমতের কোনো পরোয়া করেন না।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তখন দেখা যাবে কারা বৈধ, কারা অবৈধ।

শেয়ার করুন