আজ সাকিবদের দ্বিতীয় ট্রফি?

0
124
Print Friendly, PDF & Email

সেরা ব্যাটসম্যান বনাম সেরা বোলারদের লড়াই। কী বলবেন? এটাই বোধহয় রোববার আইপিএল ফাইনারের ‘ক্যাচলাইন’।
 
আবার লেখা যেতে পারে টি-টোয়েন্টির সেরা বোলার বনাম ফর্মে ফেরা সবচেয়ে ধ্বংসাত্মক ওপেনিং ব্যাটসম্যানের লড়াই। সুনীল নারাইন বনাম বিরেন্দ্র শেবাগ। কিংবা খণ্ড খণ্ড চিত্রনাট্যে এটা হতে পারে সাকিব আল হাসান বনাম গ্লেন ম্যাক্সওয়েলের দ্বৈরথ। অথবা মরনে মরকেল বনাম ডেভিড মিলারের লড়াই।
 
বিকল্প পথে এটা হতে পারে হারতে হারতে অতলে তলিয়ে যাওয়া দলকে ফাইনালে তোলার কারিশমা দেখানো অধিনায়ক কিংবা প্রথম থেকেই প্রতিযোগীতার শীর্ষে থাকা দলের নেতার লড়াই। সবশেষে এটা দুই বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার লড়াই।
 
তবে যেভাবেই সংজ্ঞায়িত করেন এটাকে প্রশ্ন একটাই- কার মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট। কলকাতা নাইট রাইডার্স কি দ্বিতীয়বারের মতো আজ শিরোপা উৎসব করবে নাকি কিংস ইলাভেন পাঞ্জাব তাদের শিরোপা খরা ঘোচাবে।
 
এই প্রশ্নের উত্তর জানতে আর মাত্র কয়েকটি ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের। যখন আজ রাত ৮টা ৩০ মিনিটে ব্যাঙ্গালোরে মুখোমুখি হবে কলকাতা ও পাঞ্জাব। যেখানে জয়ী দলকে বিজয়ীর মুকুট পরিয়ে দেয়া হবে।

শেয়ার করুন