শামীম ওসমানের গ্রেফতারের গুজবে তুলকালাম

0
153
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমানের গ্রেফতারের গুজবে হঠাৎ করেই পাল্টে গিয়েছিল রাতের নারায়ণগঞ্জ।
গত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই কে বা কারা গুজব ছড়িয়ে দেয় যে শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে। এ সংবাদের পর চারদিক থেকে শত শত নেতা-কর্মী আর সাধারণ মানুষ ভীড় করেন শহরের প্রাণ কেন্দ্র চাষাড়া গোল চত্বরে। ধীরে ধীরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো কয়েক হাজারে। সবাই নিশ্চুপ থাকলেও ুব্ধ অনেকের হাতেই ছিল লাঠি-সোটা। চাষাঢ়া গোল চত্বর ছাপিয়ে মানুষের ভীড় তখন চাষাড়া হীরা মহল পর্যন্ত।
এসময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা শুনতে পেয়েছি আমাদের এমপি শামীম ওসমানকে কে বা কারা গ্রেফতার করেছে। আবার এক সময় খবর পাই তাকে গ্রেফতার করতে ঢাকা থেকে বিশাল ফোর্স আসছে। এরপর আরেক এলাকার নেতা-কর্মীদের কাছ থেকে শুনতে পাই যে, নজরুলের হত্যাকারীরা শামীম ওসমানকে হত্যা করতে আসছে। এসব গুজব তাৎণিকভাবে সত্যতা যাচাই করতে না পেরে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মীরা চাষাড়া এলাকায় এসেছি।
নেতা-কর্মীরা জানান, এর আগেও ২০০৬ সালে শামীম ওসমানকে গ্রেফতার করতে এলে কয়েক হাজার নেতা-কর্মী রাত জেগে তাকে পাহারা দিয়েছিল।
বিষয়টি আসলে কি সে সম্পর্ শামীম ওসমান জানান, হঠাৎ করেই শুনতে পাই হাজার হাজার নেতা-কর্মী আমার পৈতৃক বাড়ি হীরা মহলসহ চাষাড়া এলাকায় জরো হচ্ছেন। এছাড়া আমার মোবাইল ফোনেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি গ্রেফতার হয়েছি কিনা। আসলে কোনো দুষ্ট মহল হয়তো গুজবটি ছড়িয়ে দিয়েছে। হয়তোবা প্রথমবার গুজব ছড়িয়ে পরের বার ঠিকই আমাকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেছেন, চাষাড়ায় টহল ও চেকপোস্ট বসানোর কারণে এখানে নিয়মিত তল্লাশি করা হয়। শনিবার রাতেও সেটাই করা হয়েছে

শেয়ার করুন