নিজের রেকর্ড ভাঙলো ‘গ্যাংনাম স্টাইল’

0
158
Print Friendly, PDF & Email

নিজের গড়া রেকর্ড ভাঙলো দক্ষিণ কোরীয় গায়ক সাইর ‍গাওয়া গান ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে কোনো মিউজিক ভিডিও হিসেবে দুইশ’ কোটি বার প্রদর্শিত হওয়ার মাইলফলক ছুঁয়েছে গানটি। মাত্র ১৭ মাস আগেই এটি প্রদর্শিত হয়েছিল একশ’ কোটি বার।

মূলত ২০১২ সালের জুলাইয়ে প্রকাশ হওয়ার পর থেকেই বিশ্ব সঙ্গীতাঙ্গনে ঝড় বইয়ে দেয় ‘গ্যাংনাম স্টাইল’। গতকাল শনিবার রাত পর্যন্ত গ্যাংনাম স্টাইল দেখা হয়েছে দুইশ’ কোটি ছয় লাখ ২০ হাজার বারের বেশি।

শেয়ার করুন