পাবনার পুষ্পপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত আরও একজন রবিবার সকাল ৬টার দিকে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার পথে সিরাজগঞ্জ কড্ডার মোড় নামক স্থানে রফিকুল ইসলাম (২৫) মারা যান।
নিহত রফিকুল সদর উপজেলার ধর্ম গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চার জনে।
এর আগে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গতকাল শনিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের তিন কর্মী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন আরও চারজন। আহতদের একজন ছিলেন রফিকুল ইসলাম।