ভারতের মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্র নিবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। গতকাল শনিবার সাংবাদিকদের সামনে এ কথা ঘোষণা করেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানান এমএনএস প্রধান।
গতকাল নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম লেখানোর পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন, রাজ্যে টোল ইস্যু নিয়ে নীরব বিরোধী দল। অথচ তাদের এই কার্যকলাপে মুখে কুলুপ এঁটেছেন সমালোচকরা।