নওগাঁয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

0
213
Print Friendly, PDF & Email

প্রতিনিধি নওগাঁ: “আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে৷ র্যালীটির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এনামুল হক৷ বুধবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়৷ পরে নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে সিভিল সার্জন ডা: মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডা: জাহিদ নজরুল চৌধূরী, ডা: কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আনজুমান আরা, সদর উপজেলা স্বাস্থ্য সুপারভাইজার এস,এম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন৷ বক্তারা জানান, সুস্থ বাচ্চার জন্য চাই সুস্থ মা৷ একজন সুস্থ মা পারেন সুস্থ বাচ্চা প্রসব করতে৷ এজন্য গর্ভবতী মায়ের পরিচর্যার কোন বিকল্প নেই৷ মাতৃত্ব দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন৷

শেয়ার করুন