ইতিহাস বিকৃতি থেকে বিরত থাকুন

0
128
Print Friendly, PDF & Email

ইতিহাস বিকৃতি থেকে বিরত থাকতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি নেতাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এ কারণে তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমানের দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে ইতিহাস বিকৃতির বিধ্বংসী মনোভাব থেকে বিরত থাকার আহবান জানান তিনি। শেখ মুজিবর রহমান ব্যর্থ রাজনীতিবিদ-তারেক রহমানের এ বক্তব্যের জবাব দেয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। এ বক্তব্যে মনস্তাত্বিক বিকৃতি প্রকাশ পেয়েছে। হত্যা ও সন্ত্রাসের সঙ্গে দলের নেতাকর্মীদের জড়িয়ে পড়া প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বলার তো কিছু নেই। গতকাল মতিঝিলে দিনে-দুপুরে খুন হয়েছে। কুমিল্লায় ছাত্রলীগে-ছাত্রলীগে খুনোখুনি হয়েছে। এতে আমরা বিব্রত। আমরা চাই আইন-শৃঙ্খলার উন্নতি হোক। দেশের এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা যত সচল হবে, আইন-শৃঙ্খলার ততই অবনতি ঘটবে। এজন্য র‍্যাবকে আরও এলিট ও আধুনিক করা হোক। র‍্যাবকে পুলিশের বাইরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কার্যকর বাহিনী করা হোক।

এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে ছয় বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সুরঞ্জিত। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাপানের এ সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।#

শেয়ার করুন