মোবাইলে কথোপকথন হত্যার কারন ? জিয়াদকে জবাই করে বাথরুমে রেখে যায় দূর্বৃত্তরা

0
394
Print Friendly, PDF & Email

প্লাস্টিক-বক্স প্যাকেজিং কারখানার যুবক নিহত হওয়ার ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্ধ এবং তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা। তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে এমন তথ্যই পেয়েছেন বলে জানা গেছে। এদিকে একজনের নাম উল্লেখ করে নিহতের পিতা কালা মিয়া মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ছুবড়া এলাকার জাহানারা ভিলা ভাড়া নিয়ে ফেনী জেলার সোনাগাজী থানার শহিদ মিয়া শরিয়ত প্যাকেজিং নামে প্লাস্টিক-বক্স তৈরির কারখানা গড়ে তোলেন। এ কারখানায় কাজ করতো ফেনী জেলার সোলাখালি গ্রামের কালা মিয়ার ছেলে জায়িদ মিয়া (২০)। সঙ্গে ছিল আরেক যুবক তারই আত্মীয় খোকন মিয়া (২০)। দু’জনের বাড়ি একই উপজেলায়। গত শুক্রবার খোকন বাড়ি চলে যায়। কারখানায় ছিল জায়িদ একা। রোববার রাত থেকে ফোনে জায়িদ কে না পেয়ে সকালে কারখানার মালিক সোমবার সকালে মৌলভীবাজার আসেন । খোকনও আসে। বাসার কেয়ারটেকারের সহযোগিতায় কারখানায় প্রবেশ করে বাথরুমে জায়িদের গলাকাটা লাশ দেখতে পান। পরে সিলেট সিআইডি পুলিশ লাশ উদ্ধার করে। সিলেট থেকে সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে। শহিদ মিয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ এক তরুণীকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তসংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে নিহত জায়িদ মোবাইল ফোনে ওই তরুণীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে তরুণীর পিতা জামাল উদ্দিন ইতিপূর্বে বিভিন্ন সময় জায়িদকে সর্তক করেছিলেন। কারখানার মালিকের সঙ্গে ব্যবসায়িক দ্বন্ধ আছে র্পূব থেকেই। জামাল এক সময় শহিদ মিয়ার কর্মচারী ছিল। পরে সে আলাদা কারখানা খুলে। এদিকে সোমবার সন্ধ্যায় নিহত জাহিদের পিতা কালা মিয়া বাদী হয়ে জামাল উদ্দিনের নাম উল্লেখপূর্বক মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বৃহস্পতিবার বিকেল ৪টায় জানান, অবিলম্বেই এই হত্যার ক্লো-বের হবে আশা করছেন। আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মে মৌলভীবাজার পৌরসভাধীন জাহানারা ভিলার বাথরুম থেকে জিয়াদ আহমদ(১৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ক্রাইমসিন ইউনিট(সিআইডি)। এ সময় হত্যার কাজে ব্যবহৃত বটিদাসহ বিভিন্ন আলামত জব্দ করে তারা। গত ২দিন পূর্বে জিয়াদকে জবাই করে বাথরুমে রেখে যায় দূর্বৃত্তরা বলে জানায় টিম সদস্যরা। নিহত জিয়াদ ফেনী জেলার সুনাগাজি উপজেলার সুলাকলা গ্রামের কালাম মিয়ার ছেলে। পুলিশ ধারণা করছে তার সহযোগীরা জিয়াদকে হত্যার পর তালা দিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন