পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের বিষয়টি স্রেফ ভূয়া: যোগযোগমন্ত্রী

0
142
Print Friendly, PDF & Email

যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের বিষয়টি স্রেফ ভূয়া ও একটি মহল এর নামে প্রতারণা করছে। সেতু বিভাগ এ ধরনের কোনো লোক নিয়োগ দিচ্ছে না। একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে চক্রান্ত করছে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ, সিমেন্ট, ইট, বালু, কংক্রিট সরবরাহের নামে ফরম বিক্রি করে জনসাধারণকে সাব-কনট্রাক্ট পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে তাদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল। এ ফাঁদে কোনোমতেই পা দেওয়া যাবে না।

মন্ত্রী বলেন, আগামী আগস্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে। এ সময় নদী শাসনের কার্যাদেশ দেওয়া হবে। ইতিমধ্যে এ কাজের জন্য চারটি কম্পানি যোগ্যতা লাভ করেছে। তাদেরকে আর্থিক প্রস্তাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন