২০ বছর পরই মিলবে এলিয়েনদের দেখা

0
134
Print Friendly, PDF & Email

ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের কোনো কমতি নেই। তবে আদৌ এলিয়েন বলে কিছু আছে কিনা তা নিয়ে বিতর্ক এবং সন্দেহও আছে। গত বছর কয়েক বছর ধরেই খুব বেশি আলোচনা হচ্ছে এ বিষয়টি নিয়ে। বিশেষ করে পৃথিবীতে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনার ক্ষেত্রেও এলিয়েনদের হাত থাকতে পারে বলে মনে করা হয়। যেমন মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বিমানটির নিখোঁজ হওয়ার ক্ষেত্রেও ভিনগ্রহের প্রাণীদের হাত থাকতে পারে বলে কেউ কেউ দাবিও করেছেন।

এতদিন ভিনগ্রহের প্রাণীদের আমরা শুধু বিভিন্ন মুভিতেই দেখেছি। তবে এবার অার মুুভিতে নয়, খোদ চোখেই দেখা মিলবে তাদের। এজন্য আর মাত্র ২০ বছর অপেক্ষা করতে হবে। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসইটিআই ইনস্টিটিউটের মহাকাশচারী শেথ শ্যোসটাক এমন চমৎপ্রদ দাবি করেছেন।

পৃথিবীর মতো অারো প্রায় আধা ডজন পৃথিবী সদৃশ গ্রহে তাদের বসবাস বলে জানান এ মহাকাশচারী। যদি সত্যিই এলিয়েনদের দেখা মিলে তাহলে রহস্যময় অনেক ঘটনার ব্যাখা হয়ত একদিন জানতে পারবে পৃথিবীবাসী।

শেয়ার করুন