ইউপি চেয়ারম্যানকে পেটালেন মেম্বাররা : কার্যালয় ভাঙচুর

0
236
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন প্রকল্পে বরাদ্দের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে তার কার্যালয় ভাঙচুর করেছেন ওই ইউপির মেম্বাররা৷ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু শনিবার নিজ কার্যালয়ে একটি সালিস বৈঠক করছিলেন৷ বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউপির চার মেম্বার তাহাজ উদ্দিন, উজ্জল আহমেদ, আবুল কালাম ও আতিয়ার রহমানসহ একদল যুবক সেখানে অতর্কিত হামলা চালায়৷ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদুকে তারা পেটাতে থাকেন৷ এ সময় সালিসে উপস্থিত লোকজন প্রাণভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়৷ এ সময় হামলাকারীরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের চেয়ার-টেবিল ও ভাঙচুর করে৷ এদিকে চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ইউনিয়ন পরিষদে জড়ো হলে হামলাকারী চার মেম্বারসহ অন্যরা জনরোষের কবলে পড়ার আশঙ্কায় সেখান থেকে পালিয়ে যায়৷
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বিভিন্ন প্রকল্পের অনুকুলে সরকারি বরাদ্দের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চেয়ারম্যানের ওপর হামলা ও তার কার্যালয়ে ভাঙচুর করেন ঐ মেম্বাররা৷
এদিকে ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু অভিযোগ করেন, রিপন সরকার নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন৷ কিন্তু তিনি দাবিকৃত চাঁদা দিতে অসম্মতি জানানোর জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়৷ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন৷
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, মামলার আসামিদের আটকের চেষ্টা চলছে৷ আটকের পর জিজ্ঞাসাবাদে হামলা ভাঙচুরের নেপথ্য কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন৷

শেয়ার করুন