সাংবাদিকদের ভোগালো জাপা

0
99
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির পার্লামেন্টারি সদস্যদের বৈঠকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভোগান্তি পোহালেন সাংবাদিকরা।

রোববার দুপুরে পার্টির বনানী কার্যালয়ে গিয়ে এ ভোগান্তি পোহাতে হয় তাদের।

সাংবাদিক বনানী কার্যালয়ে গিয়ে এক ঘণ্টা অপেক্ষার পর বলা হয় বৈঠকটি হচ্ছে না। আগামী ২৯ মে’ র আগে যে কোনোদিন এ বৈঠক হবে বলে জানান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এসময় সাংবাদিকরা নারায়ণগঞ্জে কাকে প্রার্থী দেয়ো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পার্লামেন্টারি বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে গৃহীত হবে।’

বরিশালের উপ-নির্বাচন ব্যাপারে তিনি বলেন, ‘সেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তাই আপাতত কোনো প্রার্থী দেয়ার কথা ভাবা হচ্ছে না।

শেয়ার করুন