রাজশাহীতে ধর্মঘট নিয়ে উত্তেজনা, বাস কাউন্টার ভাঙচুর

0
128
Print Friendly, PDF & Email

রাজশাহীতে বাস মালিক-শ্রমিক ও হিউম্যান হলার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর রেলগেট এলাকায় এ সংঘর্ষ হয়।

এসময় বাস শ্রমিকেরা ১৫টি হিউম্যান হলার ও হিউম্যান হলার শ্রমিকরা চারটি বাস কাউন্টার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের ধর্মঘটের সমর্থনে বাস মালিক-শ্রমিকদের পক্ষ থেকে মাইকিং চলছিল। মাইকিং চলা অবস্থায় রেলগেট এলাকায় হিউম্যান হলার শ্রমিকেরা মাইক ভাঙচুর করে। খবর পেয়ে বাস শ্রমিকেরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা হিউম্যান হলার ও সিএনজি ভাঙচুর করে।

হিউম্যান হলার ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন বাংলানিউজকে জানান, বাস শ্রমিকেরা উত্তেজনা ছড়াতে রেলগেট এলাকায় গিয়ে মাইকিং শুরু করে। তারা বাধা দিলে বাস শ্রমিকেরা তাদের ১৫টি হিউম্যান হলার ও সিএনজি গাড়ি ভাঙচুর করেছে।

এদিকে, ভাঙচুরের প্রতিবাদে হিউম্যান হলার ও সিএনজি মালিক-চালকরা বিক্ষোভ করে বাস টার্মিনালে যান। তারা সেখানে ৪টি বাস কাউন্টারে ভাঙচুর করেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, হিউম্যান হলার ও সিএনজি শ্রমিকেরা উত্তেজনা ছড়াতে তাদের মাইক ও কাউন্টার ভাঙচুর করেছে।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবহান জানান, বাস মালিক-শ্রমিক এবং হিউম্যান হলার ও সিএনজি মালিক-শ্রমিকদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তবে দুইপক্ষ ভাঙচুর চালিয়েছে বলে জানান ওসি।

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে। –

শেয়ার করুন