রাবিতে দুটি নতুন বিভাগ চালু

0
138
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে। কলা অনুষদের আওতায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ দুটি চালু করা হয়েছে।

শনিবার সকালে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ইতিহাস বিভাগের প্রফেসর মো. আবুল কাশেম এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রফেসর আব্দুল কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করা হয়েছে। এই বিভাগগুলোতে আগামী ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন ছাত্র ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

শেয়ার করুন