নদ জালিয়াতি করে সদ্য নিয়োগ পাওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আবু জাফর মো. ইমরানকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সনদ জালিয়াতি করে চাকরি নেয়ার অপরাধে শিক্ষক আবু জাফর মো. ইমরানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় সিন্ডিকেট সভায়। উপাচার্য একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ইমরানের সনদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে কর্তৃপক্ষ সনদপত্র যাচাই করে জাল বলে শনাক্ত করে। –