নওগাঁয় ভেজাল ঐষধে বাজার সয়লাব

0
176
Print Friendly, PDF & Email

প্রতিনিধি নওগাঁ: জীবন রক্ষাকারী ঔষুধ নিয়ে প্রতারনা করছে নওগাঁঁঁর প্রান্তিক পর্যয়ের ডিসপেনসারি গুলো৷ অধিক মুনাফার আশায় দোকানিরা নকল ঔষুধ ক্রেতাদের হাতে ধরিয়ে দিয়ে প্রতারিত করছে এমন অভিযোগ অসংখ্য ভুক্ত ভুগীর৷
খোজ নিয়ে জানা গেছে নওগাঁ, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে গড়ে ওঠা ভেজাল ঔষুধ কারখানার অধিক কমিশনের ভিত্তিতে নিয়োগ দেওয়া শ শ বিক্রয় প্রতিনিধির মাধ্যমে উত্তরাঞ্চলের বাজার গুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে এ সব ভেজাল ঔষুধ৷ এন্টিবায়োটিক ছাড়াও এসব ভেজাল ঔষুধের তালিকায় রয়েছে বিভিন্ন উচু ব্রান্ডের ইনজেকশান ও সিরাপ৷ ক্রেতাদের অভিযোগ দোকান থেকে ভেজাল ঔষুধ কেনার পর একদিকে দোকানিরা হাতিয়ে নিচ্ছে অর্থ অন্যদিকে রোগীর উপশম না হয়ে ঘটছে অবনতি৷
জানা গেছে ভেজাল ঔষুধ গুলো প্রতিষ্টিত কোম্পানির নামের সাথে নাম মিল রেখে শব্দের হেরফেরের মাধ্যমে বাজার জাত করছে৷ বাজার অনুসন্ধানে দেখা গেছে বেঙ্মিকো কোম্পানির নকল করে রাখা হয়েছে বেঙ্েিহড ফামর্া লিমিটেড, স্কোয়ারের জায়গায় স্কোয়াড লিমিটেড, এছারা রয়েছে এপেঙ্ ফামর্া লিঃ, দেশ ফামর্া লিঃ প্রভতি ৷ ভুয়া এসব কোম্পানি থেকে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ডাক্তার ও বিক্রেতাদের দেওয়া হয় অধিক মুনাফা ছাড়াও নজর কারা উপঢৌকন৷ জেলার প্রত্যান্ত অঞ্চলে এসব কোম্পানিকে ঘিরে গড়ে ওঠেছে হাতুরে ডাক্তারের ডিসপেনসারি কোম্পানির প্রতিনিধির মাধ্যমে ভেজাল ্ঔষুধ পৌছে যাচ্ছে তাদের স্টোর গুলোতে৷ নওগাঁর মহাদেবপুর থানার উত্তর গ্রামে ঔষুধ কিনে প্রতারিত হয়েছেন সালমা, আনোয়ারা, জানান জ্বর সর্দি নিয়ে স্থানীয় ডাক্তারের নিকট গেলে এক গাদা ঔষুধ ধরে দেয় কিনু্তু তিন দিনেও রোগের কোন উন্নতি না হলে ফের শহরের ডাক্তারের নিকঠ যেতে বাধ্য হয়৷ প্রতারিত এসব মহিলারা জানায়, ্স্থানীয় ভাবে কেনা ঔষুধ গুলো ভেজাল হওয়ায় তারা ঠকেছেন৷ এসব ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা: আলা উদ্দিন জানান বিষয়টি তার নজরেও এসেছে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার কথা৷
তবে নাম প্রকাশ না করার শর্তে এক ডাক্তার জানান বিষয় টি নিয়ে অসংখ্য ভুক্ত ভুগীর অভিযোগ তারাও শুনে থাকেন ৷

শেয়ার করুন