আন্দোলনের নেই শক্তি বিএনপির: হানিফ

0
95
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র সাংগঠনিক দুর্বলতার কারণেই মাঠে নামতে পারছে না। তাই তারা আন্দোলনের নামে সরকারকে বারবার সময় বেঁধে দিচ্ছে। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপি’র নেই।

আজ শনিবার বিকেলে কারওয়ান বাজারের বাংলাদেশ ট্রেডিং করপোরেশন ভবনে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন।

খালেদা জিয়ার আজকের কঠোর আন্দোলনের হুমকি সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যে সরকার ভীত নয়। বিএনপি’র আন্দোলনের শক্তি জানা আছে।’

হানিফ বলেন, নিজ ও পরিবারের সদস্যের দুর্নীতির অভিযোগ বিচারাধীন থাকায় বিচার বিভাগের ওপর তাঁর এই ক্ষোভ। –

শেয়ার করুন