রাজশাহী বিভাগে রোববার থেকে পরিবহন ধর্মঘট

0
196
Print Friendly, PDF & Email

আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি।
শনিবার দুপুরে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত এক সভায় এ ধর্মঘট আহবান করা হয়। ধর্মঘটের সমর্থনে শহরে মাইকিং করা হচ্ছে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, সড়ক ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ, নছিমন করিমন, শ্যালো ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন মহাসড়কে নিষিদ্ধ, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ কর্তৃপক্ষের সব ধরনের হয়রানি বন্ধ।
এ ধর্মঘটের কারণে শুধু রাজশাহী বিভাগ নয় রংপুর বিভাগের আট জেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।
এদিকে পরিবহন ধর্মঘটের খবরে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই শনিবার দুপুরের পর থেকেই গাড়ির কাউন্টারগুলোতে যাত্রীদের ভীড় দেখা গেছে।

শেয়ার করুন