৮ জনকে আটক করেছে র‌্যাব

0
517
Print Friendly, PDF & Email

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হককে হত্যায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান প্রথম আলোকে আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা দুইটায় ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ওই আটজন হলেন আবিদুল ইসলাম আবিদ, জাহিদুল ইসলাম, চৌধুরী মোহাম্মাদ নাসির উদ্দিন অনিক, কাজী শাহনান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম পাটওয়ারী, শাহ জালাল উদ্দিন শিপন, রাহিদ হোসেন ও হেলাল উদ্দিন।

র‌্যাবের দাবি, এই আটজনের মধ্যে সাতজন সরাসরি ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এবং একজন পরিকল্পনাকারী। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, র‌্যাব-১ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একরামুল হক হত্যায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ আটক ব্যক্তিদের ঢাকা থেকে ফেনীতে নিয়ে যেতে ইতিমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।

এ ছাড়া ফেনীতে গতকাল শুক্রবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলেও জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।

শেয়ার করুন