১০ দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।
সরকারের স্থানীয় সরকার বিভাগের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ‘স্ট্রেনথেনিং মিউনিসিপালিটিস গভর্নেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার রাতে তিনি ঢাকা ছাড়ছেন।
মেয়র টিটু ছাড়াও সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ওই কর্মশালায় যোগ দিচ্ছেন। পৌরসভার উন্নয়ন ও সুশাসনের বিষয়ে ওই কর্মশালায় অধিকতর প্রশিক্ষণ দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০১১ সালে ময়মনসিংহ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি একাধিক রাষ্ট্রীয় সফরে লন্ডন, জার্মানি ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। নগর দারিদ্র্য বিমোচনে ময়মনসিংহ পৌরসভা ইতোমধ্যে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে।
এসব সফরের অভিজ্ঞতা তিনি পৌরসভার উন্নয়নে কাজে লাগাচ্ছেন। গত বছর জাতিসংঘে সাধারণ অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দেন