আগৈলঝাড়ার নার্সকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার চেষ্টা, ৩ দিন পরে হাসপাতালে মৃত্যু

0
232
Print Friendly, PDF & Email

বরিশালের আগৈলঝাড়ার মেয়ে ঢাকায় মিরপুর আধুনিক হাসপাতালের নার্স হৈমন্তীকে অপহরণের পরে রূপনগরে একটি বাসায় গত ১৮ মে সকাল ১১টায় হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন শেষে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। রূপনগর থানা পুলিশ হৈমন্তীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে ৩ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা যায়। এ ঘটনায় রূপনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নার্সের পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের মেয়ে হৈমন্তী সরকার। হৈমন্তী সরকার মৌলভী বাজার নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং পাস করে ২ মাস আগে ঢাকার মিরপুর আধুনিক হাসপাতালে চাকরি করে আসছিল। গত ১৮ মে সকাল ১১ হৈমন্তীকে চন্দ্র শেখর হালদার নামে একটি ছেলে রনজিত নামে একজনের মিরপুরের রূপনগরের বাসায় নিয়ে যায়। ওই বাসায় দু’জনের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে চন্দ্র শেখর হৈমন্তীকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। চন্দ্র শেখর হৈমন্তীকে নির্যতনের একপর্যায় হৈমন্তী অচেতন হয়েপরে চন্দ্র শেখর ভাবে হৈমন্তীর মৃত্যু হয়েছে ভেবে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা চন্দ্র শেখরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ হৈমন্তীকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করে। তিন দিন মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে মারা যায়। লাশ পোস্টমর্টেম শেষে শুক্রবার রাতে নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে এনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। হৈমন্তীর মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি সুত্রে জানাগেছে হৈমন্তীর সাথে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার ইন্দ্রকানী গ্রামের গৌতম হালদারের ছেলে আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র চন্দ্র শেখর হালদারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মাঝে সম্পর্কের অবনতি হওয়ায় রাগে বশবর্তী হয়ে চন্দ্র শেখর এ ঘটনা ঘটিয়েছে।
রূপনগর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জোবায়ের হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিক অবস্থায় রূপনগর থানায় পুুলিশ বাদী হয়ে ৩২৩ ও ৩০৭ ধারায় একটি মামলা দায়ের করে (নং- ১০২১/১৮.০৫.১৪)।
হৈমন্তীর মৃত্যুর পরে ৩০২ ধারা সংযোজনের জন্য আবেদন করা হয়েছে আদালতে। হৈমন্তী সরকার ও চন্দ্র শেখর হালদারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্বীকার করেছে পুলিশ। রূপনগর থানার ওসি তদন্ত মো. মতলবুর রহমান জানান, চন্দ্র শেখরকে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ ধারর জবানবন্দিতে ঘটনার কথা স্বীকার করেছে চন্দ্র শেখর।

শেয়ার করুন