সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
144
Print Friendly, PDF & Email

সাভারের বলিয়ারপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে অপর একটি যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গোলাম মর্তুজা (৫০) ও আতাউর রহমান (৪৮)। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত দুজন মাইক্রোবাসের ভেতরে পড়ে ছিলেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের ভাষ্য, মাইক্রোবাসের চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অপর যানটি সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি।

শেয়ার করুন