তৃণমূলের সাধারণ মানুষ এখন গ্রামে বসে পাবে অনলাইন সুবিধা

0
114
Print Friendly, PDF & Email

তৃণমূলের সাধারণ মানুষ এখন গ্রামে বসে অনলাইনে পণ্য কেনা-বেচা করতে, এজেন্ট ব্যাংকিং সুবিধার মাধ্যমে অর্থ আদান প্রদান করতে এবং কুরিয়ার সেবা পাবেন। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে এসব সেবা পাওয়া যাবে। এসব সেবা নিশ্চিত করতে ইউএনডিপি ও ইউএসএইড এর অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং ৮টি বেসরকারি সেবা প্রতিষ্ঠান গুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যলয়ে বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী প্রাথমিক পর্যায়ে দেশের ২০০টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) থেকে এসব সেবা পাওয়া যাবে। পর্যাক্রমে দেশের অন্যান্য ইউআইএসসি এবং পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র, সিটি কর্পোরেশন তথ্য ও সেবা কেন্দ্র থেকেও এসব সেবা পাওয়া যাবে।

২০১৭ সাল পর্যন্ত এ সমঝোতা স্মারকের মাধ্যমে ৩টি ভার্চুয়াল শপ, ২টি পেমেন্ট গেটওয়ে এবং ৩টি কুরিয়ার সার্ভিসকে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামের দরিদ্র মানুষের উৎপাদিত পণ্য সমূহ।সহজেই অনলাইনে বিক্রি করতে পারবেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। যার ফলে প্রতিটি উপজেলা পর্যায়ে আমরা ই- কমার্স পৌছাতে পেড়েছি। আমরা আইটির সেবার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ে কাজ করে যাচ্ছি।

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক কবির বিন আনোয়ার বলেন, আমরা ই-কমার্স নিয়ে অনেক দূর এগিয়েছি।আজকের এই স্মারক স্বাক্ষর অবশ্যই একটি খুশির সংবাদ। আমরা আগামীতে ই- কমার্সের সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

চালডাল ডটকমের পক্ষে জিয়া বলেন, আমাদের এই সাইটে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য সহজেই ঘরে বসে কিনতে পারবেন। অবশ্য এই সেবাটি এত দিন শহর কেন্দ্রিক ছিল তবে এখন গ্রামেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ই-ক্যাশ এর পক্ষে সেজান শামস বলেন, আমরা একটি ক্রেডিট কার্ড দিব যার সাহায্যে অনলাইন থেকে সহজেই পণ্য কিনতে পারবেন।এমনকি সরকারি বিভিন্ন বিল প্রদান করতে পারবেন। এছাড়াও ৩২টি ব্যাংকের সাথে আমাদের চুক্তি হয়েছে যার ফলে তাদের বুথ থেকে সহজেই টাকা উত্তোলন করা যায়।

ই-কুরিয়ার এর পক্ষে মাহমুদর রশিদ বলেন, ই-কুরিয়ার মাধ্যমে সহজেই পণ্য পৌঁছে দেওয়া হয়। পণ্যটি কোথায় রয়েছে, আপনার হাত আসতে কত সময় লাগবে এই সব আপনারা ইন্টারনেটের মাধ্যমে সহজেই জানতে পারবেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক কবির বিন আনোয়ার, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা সহ স্বাক্ষরকারী প্রতিষ্ঠান গুলোর চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ।

শেয়ার করুন